চীনে টানেলে বাসের ধাক্কা, নিহত ১৪

Passenger Voice    |    ০২:১৭ পিএম, ২০২৪-০৩-২০


চীনে টানেলে বাসের ধাক্কা, নিহত ১৪

চীনে মহাসড়কের টানেলে বাস ধাক্কা খেয়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৭ জন। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শানজি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ২টা ৩৭ মিনিটের দিকে হুবেই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ৫১ জন যাত্রী নিয়ে একটি বাসটি টানেলের ভেতরের দেওয়ালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত চলছে। 

কড়া নিরাপত্তার অভাবে চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছরের ফেব্রুয়ারি মাসে মধ্য হুনান প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬ জন নিহত হয় এবং আহত হয়েছিল প্রায় ১২ জন। এই ঘটনার এক মাস আগে পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়।


প্যা/ভ/ম